Search This Blog

Saturday, September 25, 2010

article logoফোল্ডার অপশন হারিয়ে গেলে কী করবেন?


অনেক সময় টুলস্ মেনুর অধীনে
চিত্র-১ : ফোল্ডার অপশন

ফোল্ডার অপশন হারিয়ে যায় । এটি না থাকলে অনেক বিপত্তিতে পরতে হয়। ধরুন আপনি অপনার কোন গুরুত্বপূর্ন ফোল্ডার বা ফাইল হিডেন করে রেখেছেন কিন্তু আপনার এই ফোল্ডার অপশন হারিয়ে গেছে । এখন আপনি ঐ ফোল্ডার খুলতে পারবেন না।এখন এই অপশন ফিরিয়ে আনতে আপনাকে যা করতে হবে।
স্টার্ট মেন্যুতে ক্লিক করে রান এ ক্লিক করতে হবে (এই রান কমান্ড আপনি কি বোর্ড থেকে উইন্ডোজ কি+R চেপে ও পেতে পারেন)।
চিত্র-২ : টাইপিং রান কমান্ড

এরপর রান কমান্ডে  gpedit.msc লিখে  OK তে ক্লিক করতে করুন।


নিচের উইন্ডোটি পাবেন-
 এখান থেকে User Configeration -এ ডাবল ক্লিক করুন।
চিত্র-৩ : গ্রুপ পলিসি (ইউজার কনফিগারেশন)
তারপর Administrative Template এ দুইবার ক্লিক করুন।
চিত্র - ৪ : এডমিনিস্ট্রেটিভ টেমপ্লেটস
নিচের চিত্রের মতো পাবেন। সেখানে Windows Components এ ডাবল ক্লিক করুন।
চিত্র-৫ : উইন্ডোজ কমপোনেন্ট
এর পরের অংশটা নিচের মতো দেখাবে। সেখান থেকে Windows Explorer এ দুবার ক্লিক করুন -
চিত্র-৬ : এক্সপ্লোরার সিলেক্ট
পরের উইন্ডোটা নিচের মতো হবে এবং মার্কিং করা অংশটায় ডাবল ক্লিক করুন-
চিত্র - ৭ : ফোল্ডার অপশন
অত:পর নিচের উইন্ডোটি পাবেন।
চিত্র-৮ : ফোল্ডার অপশন মেথড
এখানে সাধারণত Not Configured সিলেক্ট করা থাকে। যদি Enable/Disable সিলেক্ট করা থাকে তাহলে Not Configured সিলেক্ট করে কম্পিউটার রিস্টার্ট দিন।
আর যদি Not configured সিলেক্ট করা থাকে তাহলে একবার Enable সিলেক্ট করে OK করুন, তারপর Disable করে OK করুন এবং সবশেষে Not Configure করে OK করুন এবং কম্পিউটার রিস্টার্ট দিন এবং দেখুন ফোল্ডার অপশনটি জায়গা মতো ফিরে এসেছে।

0 comments:

Post a Comment