আবেদনের যোগ্যতা : 'ক' ইউনিটে (বিজ্ঞান অনুষদ) S.S.C ও H.S.C মিলিয়ে চতুর্থ বিষয় বাদে মোট G.P.A ৮, 'খ' ইউনিটে (কলা অনুষদ) G.P.A ৭, 'গ' ইউনিটে (বাণিজ্য অনুষদ) ৭.৫ এবং 'ঘ' ইউনিটের (সামাজিক বিজ্ঞান অনুষদ) ক্ষেত্রে প্রার্থী যে শাখা থেকে আসবে সেই শাখার (ওপর উলি্লখিত) যোগ্যতা। 'চ' ইউনিটে (চারুকলা অনুষদ) G.P.A ৬.৫।
ফরম বিতরণ ও জমা : ২৭ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর।
আবেদনের নিয়ম : বিশ্ববিদ্যালয়ের WEB থেকে ফরম ডাউনলোড করতে হবে। ফি ৩০০ টাকা। জমা দিতে হবে সোনালী, জনতা, রূপালী ও অগ্রণী ব্যাংকের যেকোনো শাখায়। সার্ভিস চার্জ ২০ টাকা।
পরীক্ষার তারিখ : 'খ' ইউনিট ২৯ অক্টোবর, 'ক' ইউনিট ৫ নভেম্বর, 'গ' ইউনিট ২৬ নভেম্বর, 'ঘ' ইউনিট ৩ ডিসেম্বর এবং 'চ' ইউনিট ১০ ডিসেম্বর।
পরীক্ষা পদ্ধতি : এমসিকিউ। প্রশ্ন থাকবে ১০০টি। প্রতিটির মান ১.২০। একটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। চারুকলা অনুষদে ১০০ নম্বরের তাত্তি্বক ও ১০০ নম্বরের ড্রইং পরীক্ষা হবে।
আসনসংখ্যা : ক ইউনিটে প্রায় 1,৩০০, খ ইউনিটে প্রায় দুই হাজার ৭০০, গ ইউনিটে প্রায় ৯০০, ঘ ইউনিটে প্রায় ৮৫০ ও চ ইউনিটে ১২০।
নতুন বিভাগ : ফিল্ম অ্যান্ড টেলিভিশন এবং নিউক্লিয়ার অ্যান্ড এনার্জি। এ ছাড়া স্বাস্থ্য অর্থনীতিতে অনার্স কোর্স চালু হচ্ছে।
website : http://www.univdhaka.edu
Search This Blog
Showing posts with label admission. Show all posts
Showing posts with label admission. Show all posts
Tuesday, September 21, 2010
Sunday, September 19, 2010
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন মোবাইল কলের মাধ্যমে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এবছর (২০১০-২০১১ সেশন) এর জন্য মোবাইল কলের মাধ্যমে ফরম বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর আবু ইউসুফ আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানা যায়, দেশব্যাপী গড়ে উঠা অবৈধ কোচিং সেন্টারগুলো যাতে শিক্ষার্থীদের হয়রানি করতে না পারে সে লক্ষেই এ ব্যবস্থা নেয়া।
ভর্তিচ্ছু শিক্ষার্থীগণ দেশের যে কোন প্রান্ত থেকেই ভর্তি ফরম ক্রয় করতে পারবে শুধুমাত্র একটি মোবাইল কল এর মাধ্যমে।
তাছাড়া টেলিটক মোবাইল থেকে এস.এম.এস এর মাধ্যমেও সে রেজিষ্ট্রশন করে ভর্তিফি পরিশোধ সহ অন্যান্য বিষয়াদী জানা যাবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
উল্লেখ্য বিগত ২০০৯-২০১০ শিক্ষাবর্ষে অনেক শিক্ষার্থীই বিভিন্ন কোচিং সেন্টার থেকে চড়া মূল্যে ভর্তি ফরম ক্রয় করে কিন্তু কিছুদিন পরেই দেখা যায় ওই কোচিং সেন্টারটি উধাও।
Subscribe to:
Posts (Atom)