চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এবছর (২০১০-২০১১ সেশন) এর জন্য মোবাইল কলের মাধ্যমে ফরম বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর আবু ইউসুফ আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানা যায়, দেশব্যাপী গড়ে উঠা অবৈধ কোচিং সেন্টারগুলো যাতে শিক্ষার্থীদের হয়রানি করতে না পারে সে লক্ষেই এ ব্যবস্থা নেয়া।
ভর্তিচ্ছু শিক্ষার্থীগণ দেশের যে কোন প্রান্ত থেকেই ভর্তি ফরম ক্রয় করতে পারবে শুধুমাত্র একটি মোবাইল কল এর মাধ্যমে।
তাছাড়া টেলিটক মোবাইল থেকে এস.এম.এস এর মাধ্যমেও সে রেজিষ্ট্রশন করে ভর্তিফি পরিশোধ সহ অন্যান্য বিষয়াদী জানা যাবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
উল্লেখ্য বিগত ২০০৯-২০১০ শিক্ষাবর্ষে অনেক শিক্ষার্থীই বিভিন্ন কোচিং সেন্টার থেকে চড়া মূল্যে ভর্তি ফরম ক্রয় করে কিন্তু কিছুদিন পরেই দেখা যায় ওই কোচিং সেন্টারটি উধাও।
আগামী ৭/১০/২০১০ইং হইতে ১২/১০/২০১০ইং তারিখের মধ্যে বিভিন্ন ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হইবে।
মোবাইলে ভর্তির সংক্ষিপ্ত নিয়মাবলী
একটি টেলিটক প্রিপেইড মোবাইল ফোনের মাধ্যমে মেসেজ অপশনে গিয়ে CU লিখে স্পেস দিয়ে এইচএসসি শিক্ষাবোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর, স্পেস দিয়ে এইসএসসি পরীক্ষার রোল নম্বর, স্পেস দিয়ে এইচএসসি পাশের সাল, এসএসসি শিক্ষাবোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর, স্পেস দিয়ে এসএসসি পরীক্ষার রোল নম্বর, স্পেস দিয়ে এসএসসি পাশের সাল, অত:পর স্পেস দিয়ে যে ইউনিটে ভর্তি হতে চান সেই ইউনিটের কীওয়ার্ড লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে।
উদাহরণ :CU SYL 123456 2010 SYL 345678 2008 A
উপরেরর এসএমএসটি পাঠানোর পর সকল তথ্য সঠিক হলে ফিরতি এস.এম.এস এ আবেদনকারীর নাম, ভর্তি পরীক্ষার ফি ও একটি পিন জানিয়ে সম্মতি চাওয়া হবে। তখন ১৬২২২ নম্বরে আর একটি এসএমএস পাঠিয়ে সম্মতি জানাতে হবে।
সম্মতি জানানোর জন্য CU লিখে স্পেস, YES লিখে স্পেস, PIN নম্বরটি লিখে স্পেস দিয়ে আবেদনকারীর সাথে যোগাযোগের জন্য নিজের ব্যবহৃত যে কোন অপারেটরের একটি মোবাইল নম্বর লিখে ১৬২২২ নম্বরে এস.এম.এস করতে হবে।
উদাহরণ : CU YES 654321 01XXXXXXXXX
আবেদনকারীর মোবাইলে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স থাকলে সাথে সাথে ভর্তি ফির জন্য নির্ধারিত টাকা কর্তন করে নেয়া হবে এবং একটি ফিরতি এস.এম.এস এর মাধ্যমে পরীক্ষার রোল নম্বর জানিয়ে দেয়া হবে।
সফলভাবে রেজিষ্ট্রেশন সম্পন্ন হলে আপনাকে প্রবেশপত্রের জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভিজিট করতে হবে। ওয়েবসাইটের কোথায় কি করতে হবে তা এস.এম.এসর মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
প্রবেশপত্র ডাউনলোডের জন্য 300X300 Pixel, 100kbs এর একটি ছবি আপলোর করতে হবে। যে ছবিটি আপলোড করবেন তার সত্যায়িত একটি কপি ও প্রবেশপত্র ছাড়া কেউ পরীক্ষা দিতে পারবেন না।
Admission, Chittagong university, www.cu.ac.bd, admission form, admit card
সূত্র : বিশ্ববিদ্যালয়ের অনলাইন তথ্যভান্ডার।
0 comments:
Post a Comment